Daily Gazipur Online

সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনে এসএসসি পরীক্ষার ধারাবাহিক সাফল্য

অলিদুর রহমান অলি, গাজীপুর মহানগর: প্রতি বছরের ন্যায় এবারও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ । এবছর সিরাজউদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে সাধারণ শাখায় মোট পরীক্ষার্থী ৪১৫ জন তার মধ্য পাস করেছে ৪০৪ জন, কারিগরি শাখায় মোট পরীক্ষার্থী১১৩ জন পাশ করেছে ১১০ জন, সাধারণ শাখায় জিপিএ ৫ পেয়েছে ৯৪ জন কারিগরি শাখায় জিপিএ-৫ পেয়েছে ১০ জন, বিগত কয়েক বছর থেকেই সিরাজ উদ্দিন বিদ্যানিকেতন এন্ড কলেজ এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখছে। পাসের হার, জিপিএ-৫ অর্জন সব ক্ষেত্রেই অনন্য সাফল্যের ছোঁয়া। নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বলেন, আমরা ছাত্রছাত্রীদের গুণগতমানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যালেন্ডারভিত্তিক নিয়মিত অ্যাকাডেমিক পাঠদান, বিশেষ অ্যাকাডেমিক কার্যক্রম এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম আমাদের ছাত্রছাত্রীদের আশানুরূপ ফলাফল অর্জনে সহায়তা করে। অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের মতে, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ প্রত্যাশা মতো ফলাফল লাভের জন্য প্রধান নিয়ামক হলো এখানকার শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা। এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করায় তিনি প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।