
ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব এবং দৈনিক ইত্তেফাকের সহ সম্পাদক প্রখ্যাত সাংবাদিক ও সমাজসেবক মো: ফাইজুল ইসলামের একমাত্র কন্যা ফাইজা তাহসিন সুচির কুলখানি আগামীকাল ৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০:০০ টায় ফায়জুল ইসলামের বাসা “সুরমা ভবন” ২০৫ নং ফ্ল্যাট, সেক্টর ১৮, রাজউক উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সুচি উত্তরার মাইল স্টোন স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। গত মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি সকালে সড়ক পার হয়ে স্কুলে যাওয়ার সময় একটি মাইক্রোবাস বেপরোয়াভাবে গাড়ী চালিয়ে সুচিকে পিষ্ট করলে সুচি ঘটনাস্থলেই নিহত হয়। সুচির মৃত্যুস্থলে আগামীকাল ১১টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হবে।
সকল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সঠিক সময়ে ও স্থানে উপস্থিত থাকার জন্য তার পরিবারের পক্ষে অনুরোধ জানানো হয়েছে ।
