অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বাঙালি জাতি মননের প্রতীক বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় ‘সুপ্রিয় দিনলিপি (প্রথম খন্ড)’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান মহান ভাষা শহীদ দিবসে ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে আলোকসজ্জায় সুসজ্জিত সুন্দর-সুশৃঙ্খল অনুষ্ঠানটিকে লেখক-সম্পাদক-প্রকাশক সবাই উৎসবমুখর হিসেবে নেন। এমন আনন্দঘন পরিবেশে দেশের বিশিষ্ট কবি-সাহিত্যিক, সাহিত্য অনুরাগী, শুভাকাঙ্খি ও সংস্কৃতিপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে ফারহানা আকতার লিখিত ‘সুপ্রিয় দিনলিপি’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বাংলা একাডেমি চত্বরে সোহরাওয়ার্দী উদ্যানের নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে ‘সুপ্রিয় দিনলিপি’ বই হাতে বিশেষ অতিথি হিসেবে দুই বাঙলার স্যাটেলাইট চ্যানেল তারা টিভি নিউজের উপদেষ্টা, বিশিষ্ট কলামলেখক, প্রাবন্ধিক, গবেষক ও বাংলা একাডেমির জীবন সদস্য মিডিয়া ব্যক্তিত্ব এবং ইউনিভার্সিটি অব কুমিল্লার অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মুনিম খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুন্ম সচিব লেখক ও কবি জাকির আকসী, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শিশু সাহিত্যিক, নাট্যকার, গীতিকার ও গবেষক মোহাম্মদ এমদাদুল হক, ইংরেজি মাধ্যমের শিক্ষক, লেখক ও কবি নাঈমা খানম বিউটি, ঢাকা কমার্স কলেজের সহকারী অধ্যাপক কবি ড. ইসরাত মেরিন, খাদ্য পরিদর্শক কবি মৌসুমী সিরাজ প্রমুখ উপস্থিত থেকে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির খন্ডকালীন সহকারী অধ্যাপক ফারহানা আকতার লিখিত ‘সুপ্রিয় দিনলিপি (প্রথম খন্ড)’ বইটি প্রকাশ করেছে বইপত্র প্রকাশন। গ্রন্থটির প্রচ্ছদ নির্বাচন করেছেন বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত কবি, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক রাশেদ রউফ, কাভার ডিজাইন করেছেন বইপত্র প্রকাশনের কর্ণধার ও প্রকাশক মাহবুবুর রহমান বাবু, মূল্য রাখা হয়েছে ২৫০/ (দুইশত পঞ্চাশ টাকা) মাত্র।
বাঙালির প্রাণের মেলাখ্যাত বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় নতুন বই হাতে পেয়ে লেখকরা যেমনি খুশি হন, একইভাবে তাদের শুভাকাঙ্খি পাঠকমহলও আনন্দিত হন। এই আনন্দ-উচ্ছাসের সাথে প্রতিদিন মেলায় আগত নতুন বইয়ের প্রতি বইপ্রেমী ক্রেতাদের উৎসুকতা তো থাকছেই। বাংলা একাডেমির ‘সুপ্রিয় দিনলিপি’ বইয়ের মোড়ক উন্মোচনের সময়ে ২১ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলায় জাগৃতি প্রকাশনী থেকে প্রকাশিত আরো ৫টি নতুন বইয়ের পরিচিতি তুলে ধরার জন্য এই প্রতিবেদককে লেখক ও কবিরা তাদের নিজের লেখা বই উপহার দিয়েছেন।
তন্মধ্যে বরণ্য শিক্ষাবিদ, বহু ভাষাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঢাকা বিশ্ববিদ্যালেয়ের আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম. আবদুল মান্নান খানের ২য় কন্যা ইংরেজি মাধ্যমের শিক্ষক, লেখক ও কবি নাঈমা খানম বিউটির ‘ছুয়ে দাও তানপুরায় নুপূর বাজুক’ কাব্যগ্রন্থটি মা-বাবাকে উৎসর্গ করা হয়েছে। অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ উপলক্ষ্যে ৭২ পৃষ্ঠা সমৃদ্ধ কাব্যগ্রন্থটিতে কবির ৪৮টি কবিতা স্থান পেয়েছে। কাব্যগ্রন্থটির মুখবন্ধ লিখেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রচ্ছদ করেছেন লিঠন হালদার, মূল্য রাখা হয়েছে ১৮০/-(একশত আশি) টাকা মাত্র।
ঢাকা কমার্স কলেজের সহকারী অধ্যাপক প্রাবন্ধিক, লেখক ও কবি ড. ইসরাত মেরিনের ‘নক্ষত্র পতনের গান’ শিরোনামের কাব্যগ্রন্থটি সকল সৃজনশীল মানুষের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। ৭৬ পৃষ্ঠা সমৃদ্ধ কাব্যগ্রন্থটিতে কবির ৬৮ টি কবিতা স্থান পেয়েছে। কাব্যগ্র্রন্থটির প্রচ্ছদ করেছেন শামীম আকতার, মূল্য রাখা হয়েছে ২০০/-(দুইশত) টাকা মাত্র।
খাদ্য পরিদর্শক পদাধিকারী সরকারি কর্মকর্তা হয়েও শখের বশে কবি মৌসুমী সিরাজ স্মৃতির লেখা ‘ভালোবাসা এক আগুনের নাম’ কাব্যগ্রন্থটি মা-বাবাকে উৎসর্গ করা হয়েছে। ৯৫পৃষ্ঠা সমৃদ্ধ কাব্যগ্রন্থটিতে কবির ৭৯ টি কবিতা স্থান পেয়েছে। কাব্যগ্র্রন্থটির প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত, মূল্য রাখা হয়েছে ২০০/-(দুইশত) টাকা মাত্র।
শিশু সাহিত্যিক, উপন্যাসিক ও রম্য গল্পগ্রন্থের রচয়িতা ফরিদুল ইসলাম নির্জনের ‘আশ্রয়’ উপন্যাসটি নুক বুক স্টোরের প্রতিষ্ঠাতা কাশফিয়া হক ম্যাডামকে উৎসর্গ করা হয়েছে। গ্র্রন্থটির শুভেচ্ছা লিখেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ভূমিকা লিখেছেন কথাসাহিত্যিক স্বকৃত নোমান, প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ, মূল্য রাখা হয়েছে ২৫০/-(দুইশত পঞ্চাশ) টাকা মাত্র। নতুন প্রকাশিত বইগুলো অমর একুশে গ্রন্থমেলায় জাগৃতি প্রকাশনীর ২২৫-২২৭ স্টলে পাওয়া যাচ্ছে।