

গাজীপুর প্রতিনিধিঃ আজ শনিবার গাজীপুর প্রেসক্লাবে মোঃ শাহজালাল নামের জৈনক ব্যক্তি জাকারিয়া আলম ওরফে মামুন গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এসময় শাহজালাল বলেন জাকারিয়া আলম ওরফে মামুনের কাছ থেকে উত্তরা দরিপাড়ায় ভাড়া জায়গায় সেভেন ডেইজ নামক বেকারিটি চার লক্ষ টাকা অগ্রীম মামুনের ব্যাংক একাউন্টে জমা দিয়ে মাসিক ৭০ হাজার টাকা ভাড়ায় চুক্তিবদ্ধ হন। পরবর্তীতে সে ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, বিভিন্ন কারনে সেভেন ডেইজ বেকারিটি ঢাকা থেকে গাজীপুরের পশ্চিম ভুরুলিয়া মাঝির খোলার মতিউর রহমান সরকারের জায়গায় স্থানান্তরের কারনে শাহজালাল আরও ৬ লক্ষ টাকা প্রদান করেন জাকারিয়া আলমকে। মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে শাহজালালকে বেকারি থেকে বের করে দিয়ে প্রতিষ্ঠানটি নিজের দখলে নিয়ে নেন জাকারিয়া। দখলের পর থেকে শাহজালালের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলেও জানান তিনি। বর্তমান সময়ে তার পরিবার সন্তানদের নিয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন। সু-বিচার পেতে সে সরকারের উর্ধতন কতৃপক্ষের সহযোগীতা কামনা করেছেন।
