Daily Gazipur Online

সোনালী ব্যাংক লিঃ টঙ্গী শাখার নতুন ভবন উদ্বোধন

মোঃ বায়েজীদ হোসেন : গাজীপুরের টঙ্গী সোনালী ব্যাংক লিঃ, টঙ্গী শাখা পুরাতন ভবনের ঠিক পাশেই, নতুন ভবনে কার্যক্রম শুরু হয়েছে। গত ২০ অক্টোবর সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার্স অফিস, ঢাকা-১ এর জেনারেল ম্যানেজার মল্লিক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, গাজীপুর এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব স্বপন কুমার দাস। সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম। এসময় ব্যাংকের গ্রাহকবৃন্দরা উপস্থিত ছিলেন।