Daily Gazipur Online

স্বপর পদ্মা সেতু উদ্বাধন উপলক্ষে নওগাঁয় আনন্দ শোভাযাত্রা

নওগাঁর মান্দা-৩ প্রতিনিধিঃ পদ্মা সেতু উদ্বাধন উপলক্ষে নওগাঁয় মেতে উঠেছে সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষে থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির প্রথমই শনিবার শহরের নওজায়ান মাঠ থেকে একটি আনন্দ শাভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে পদ্মা সেতু মূল উদ্বাধন অনুষ্ঠান বড় পর্দায় দেখানা হয়। এসময় জেলা প্রশাসক খালিদ মহদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়সহ বিভিন সরকারি দপ্তরোর কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষক, শিক্ষার্থীসহ সুশীল সমাজর মানুষ আনন্দ র‌্যালীত অংশ নয়।