
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে লেখক পুলিশ পরিদর্শক মনিরুজ্জান মানিকের মানুষের ভালবাসার কাব্যগ্রন্থ স্বপ্নজালের মোড়ক উম্মোচণ করেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম(বার)।
বুধবার মোড়ক উম্মোচণ উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এটি মনিরুজ্জামান মানিকের চতুর্থ কাব্যগ্রন্থ। অনুষ্ঠানটি পরিচালনা করেন,গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আলী আকবর শরীফ,পরিদর্শক মো. ইয়াকুব আলী ও লেখক মনিরুজ্জামান মানিকসহ পুলিশ কর্মকর্তাগন।
এসময় পুলিশ সুপার বলেন, পুলিশ শুধু সেবকই নয়, তারা লেখকও। তারা মানুষের জানমালের পাশাপাশি মনের খোরাক ও আনন্দও দিয়ে থাকে। এরআগে ২০১৭ বই মেলায় আরো ৩টি বই প্রকাশিত হয়।
লেখক মনিরুজ্জামান মানিক বলেন, সহকর্মীদের ভালবাসা ও আন্তরিক প্রাণের স্পন্দনে স্বপ্নজালের মোড়ক উম্মচোনের অনুষ্ঠানটি আমার জীবনের স্বরণীয় ও সন্মাণজনক হৃদয়স্পর্শী ঘটনা হিসাবে আজীবন হৃদয়ে অম্লান হয়ে থাকবে। সবার প্রাণস্পন্দনে মুখরিত হলো স্বপ্নজালের সাধুবাদ। জানিনা স্বপ্নজালের কবিতা মানুষের মনকে কতটুকু ভালবাসায় ছুঁইয়ে দিতে পারবে।
