স্বর্ণ গায়েবের ঘটনায় ৪ সিপাহী পুলিশ হেফাজতে

0
55
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে স্বর্ণ গায়েবের ঘটনায় চারজন কাষ্টম সিপাহী কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, কাস্টমস হাউসের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহীকে আমরা হেফাজতে নিয়েছি। স্বর্ণ চুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।
এ বিষয়ে উত্তরা বিভাগের পুলিশের ডিসি মোরশেদ আলম এক সংবাদ সম্মেলনে বলেন এই ঘটনার সাথে কাস্টমসের লোক জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। তিনি আরো বলেন এত নিরাপত্তার মধ্যে নিজস্ব লোক ছাড়া এই শক্ত ভোল্ট ভাঙ্গা সম্ভবপর নয়।
এর আগে, রোববার (৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের নিজস্ব গুদাম থেকে স্বর্ণ হারানোর ঘটনায় একটি মামলা করা হয়। মামলায় ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ হারানোর কথা উল্লেখ করা হয়েছে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. এনায়েত কবির মামুন বলেন, মামলার আসামি অজ্ঞাত। এজাহারে কোনো সংখ্যা উল্লেখ করা নেই। ইতোমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে সাধারণ জনগণ মনে করেন রাঘববোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here