Daily Gazipur Online

স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী দেশী-বিদেশী চক্রান্তের বিরুদ্ধে জাতীয় ঐক্যের দাবীতে মানববন্ধন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ৩০ জুলাই সকাল ১১ টায় নাগরিক পরিষদ, গণঐক্য, দুর্নীতি প্রতিরোধ আন্দোলন ও প্রতিবাদী তারুণ্যে উদ্যোগে “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী দেশী-বিদেশী চক্রান্তের বিরুদ্ধে জাতীয় ঐক্যের দাবীতে মানববন্ধন” অনুষ্ঠিত হয়।
নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীনের অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের শীর্ষনেতা মাওলানা শওকত আমিন, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ খান, প্রতিবাদী তারুণ্যে আহ্বায়ক মাসুদুজ্জামান, গণঐক্যের আরমান হোসেন পলাশ, দার্শনিক আবু মহি মুসা, মানবাধিকার নেতা মাহবুব খোকন, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সদস্য মিনারুল ইসলাম, ছাত্রনেতা মিরাজুল ইসলাম শান্ত প্রমুখ।
বক্তাগণ বলেন, “প্রিয়া সাহার মার্কিন হস্তক্ষেপের আহ্বান, রানা দাশ গ্রুপের ভারতের হস্তক্ষেপের আহ্বান, ভারতীয় মন্ত্রী মনোহর পারিকরের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার, বিজেপির নেতা ও ভারতীয় এমপি সুব্রামিয়াম স্বামীর বাংলাদেশে দিল্লীর শাসন প্রতিষ্ঠার হুমকিতে সরকারের নিশ্চুপ থাকার তীব্র সমালোচনা করে দেশের ১৭ কোটি জনগণকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথে বলীয়ান হয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাই।”
সভাপতির বক্তব্যে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, “প্রিয়া সাহা, রানা দাশ গুপ্ত মার্কিন ও ভারতীয় আগ্রাসনের আহ্বান জানানোর উদ্ধত্ত প্রমাণ করে বাংলাদেশের অভ্যন্তরে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী অনেকে ঘাপটি মেরে আছে।
যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে গদিতে আছে তারা সুব্রামানিয়াম স্বামীর কথায় চুপ থেকে প্রমাণ করেছে তারা প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে নয়। গদি দখলে রেখে মার্কা ব্যবসা, মানি লন্ডারিং, দুর্নীতির মাধ্যমে পরবর্তী প্রজন্মকে বিদেশে প্রতিষ্ঠাই তাদের মতলব। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি মোকাবেলায় সকল দেশপ্রেমিক জনগণকে দৃঢ় সংকল্প হয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।”