স্বাস্থ্যবিধি মানাতে মাঠে থাকছে ভ্রাম্যমান আদালত

0
154
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনা ভাইরাস মোকাবেলায় দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর রবিবার থেকে শর্ত সাপেক্ষে খুলছে সরকারি-বেসরকারি অফিস। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সেই চিঠিতে, করোনা ভাইরাস মোকাবেলায় জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করার কথাও বলা হয়েছে। তাই স্থানীয় প্রশাসনকে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা দেওয়ার জন্য সব আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে আরো বলা হয়, মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী, সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চিঠিতে জনগণের পাশাপাশি দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের লক্ষ্যে এক সদস্য অন্য সদস্য থেকে কমপক্ষে ৪-৬ ফুট দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here