স্বাস্থ্যসেবা বিভাগের কর্মচারীদের ঈদ ছুটি বাতিল

0
192
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং অধিনস্ত দপ্তর/সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্দেশনায় দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় গৃহীত কার্যক্রম জোরদার ও সমন্বয় করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং অধিনস্ত দপ্তর/সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীদের ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনা প্রদান করেছেন স্বাস্থ্যসেবা বিভাগ। একই সাথে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক ডেঙ্গু নিয়ন্ত্রণ বিষয়ক গঠিত মনিটরিং টীমকে সার্বক্ষণিক তদারকি করার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here