Daily Gazipur Online

স্বেচ্ছাসেবক লীগের টঙ্গী পশ্চিম থানা কমিটি

অলিদুর রহমান অলি: গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটি গঠন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও হায়দারাবাদ শহীদ আহসান উল্লাহ মাস্টারের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে টঙ্গী সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ মিছিল বের করে, মিছিল টি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে হোসেন মার্কেট এসে আনন্দ মিছিল শেষ করে। আলোচনা সভায় টঙ্গী পশ্চিম থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি মামুনুর রশীদ মামুন মোল্লার সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক সজিব হাসান জয়ের পরিচালনায় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি শামীম ইশতিয়াক, সহ সভাপতি আল আমিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মজনুরুল ইসলাম মিল্টন, ৫৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক আহসান সরকার সানি, ৫১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমির হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর লস্কর, ৫২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, ৫৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, ৫৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ওহিদ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন প্রমুখ।
টঙ্গী পশ্চিম থানা নবনির্বাচিত কমিটির প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ মোল্লা জানান, দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে দলের জন্য কাজ করেছি, এখন দায়িত্ব আরো বেড়ে গেছে পশ্চিম থানা স্বেচ্ছাসেবকলীগকে সুসংগঠিত করতে ও দলের যে কোন প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকবো।
উল্লেখ্য গত ১২ ই মে ২০২৪ ইং তারিখ গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সন্জিত কুমার মল্লিক বাবু ও সাধারন সম্পাদক রোটাঃ মোঃ বিল্লাল হোসেন টঙ্গী পশ্চিম থানা ও পশ্চিম থানাধীন ৫ টি ওয়ার্ডের কমিটি ঘোষণা দিয়েছেন।