মাসুদ রানা পলক,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রমজান আলী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ দুর্ঘটনায় কথা নিশ্চিত করেন। নিহত রমজান আলী পীরগঞ্জ উপজেলার তেতুলতোলা গ্রামের ভুবন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, মোটরসাইকেলে ঠাকুরগাঁও শহরে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন রমজান। অপরদিক থেকে পীরগঞ্জের উদ্দেশে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।