

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টংগীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের শ্রেণি উৎসব -২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ উৎসবে শিক্ষার্থীরা অন্যরকম এক আনন্দে মেতে ওঠে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিকের সভাপতিত্বে আনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী, নূর মোহাম্মদ খান উচ্চ বিদ্যালয়ের পরিচালক খালেদুর রহমান রাসেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট,টংগীর সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহী, ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়নের সাধারণ সম্পাদক সেনসি আব্দুল্লা আল মামুন,হাজী সাইদচ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আবু তাহের, সাজ্জাদ নাদিম সাজু, নাঈমুর রহমান প্রমুখ।
