হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে পিপিই গাউন প্রদান

0
167
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের আরএমও ডা.মাহতাব উদ্দীনের কাছে ২ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২টায় চিকিৎসকদের ব্যবহার উপযোগী পিপিই গাউন প্রদান করছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি, হাটহাজারী ফতেপুরস্থ দারুল মদিনা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম। তিনি বিগত জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৫ তথা হাটহাজারী-বায়েজিদ আংশিক নির্বাচনী এলাকা থেকে মোমবাতি প্রতীকে অংশগ্রহণ করেছিলেন। গাউন গ্রহণকালে ডা.মাহতাব উদ্দীন, চিকিৎসকদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সর্বান্তকরণে মানুষের সেবা করার চেষ্টা করছি। এ মরণঘাতী করোনা ভাইরাসের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকরাই সবচেয়ে ঝুঁকিতে আছে। এভাবে যদি সবাই এগিয়ে আসে চিকিৎসকদের মধ্যে সাহসের সঞ্চার হবে ও চিকিৎসকরা আরো বেশি উদ্যম নিয়ে সেবাপ্রার্থীদের সেবা নিশ্চিত করবে। এসময় নঈমুল ইসলাম যেকোন প্রয়োজনে হাটহাজারী স্বাস্থ্য কম্প্লেক্সের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নাফিস স্টীলের ম্যানেজার মুহাম্মদ ফোরকানুল ইসলাম, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ আলমগীর হোসেন ও হাফেজ মুহাম্মদ ইয়াকুব।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here