হালিম হত্যা মামলার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবু গ্রেফতার

0
72
728×90 Banner

মনির হোসেন জীবন: ব্যবসায়িক লেনদেনের টাকা ফেরত চাওয়ার জের ধরে মো: হালিম (২৮)কে হত্যা এবং তার লাশ গুম করার দায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: বাবু কাজী ওরফে সুমন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতারকৃত বাবু কাজী শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাশপুর (শফি কাজীর মোড়) মৃত হারুন কাজীর পুত্র। বর্তমানে সে শরীয়তপুর জেলার সদর থানার হাসেরকান্দি শৈলপাড়া এলাকায় বসবাস করে আসছিল। এ ঘটনার পর বাবু কাজী দীর্ঘ ৯ বছর ধরে বিভিন্ন জায়গায় পালিয়ে এবং আত্নগোপনে ছিল।
পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসপি মোহাম্মদ আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)’র একটি দল সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাকধবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এটিইউ পুলিশ জানিয়েছে, ২০১৪ সালে ব্যবসায়িক লেনদেনের টাকা ফেরত চাওয়ার জের ধরে মো: হালিমেরকে হত্যা করে তার লাশ গুম করা হয়। পরে ২০১৪ সালের ১৭ আগস্ট তারিখ বিকেল ৪ টায় ফতুল্লা থানার কাশিপুর পাকা রাস্তার ধারে একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ির ফাঁকা ডোবা জায়গা থেকে পুলিশ হালিমের বস্তা বন্দি মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিম হালিমের ভাই মো: শামীম বাদি হয়ে ফতুল্লা থানায় পেনাল কোড আইনে একটি মামলা দায়ের করেন।
এটিইউ পুলিশের এসপি মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেফতারকৃত আসামী মো: বাবু কাজী ওই ঘটনায় জড়িত থাকায় তার বিরুদ্ধে পেনাল কোড ৩০২/৩৪ ধারার অভিযোগ প্রমাণিত হলে বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড এবং ২০১/৩৪ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন ।
এটিইউ পুলিশের এ কর্মকর্তা জানান, পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় শরীয়তপুর জেলার জাজিরা থানার অফিসার ইনচাজ (ওসি) অধিযাচনপত্রের ভিত্তিতে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) আসামী বাবু কাজীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here