

হিলি প্রতিনিধি: ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার,এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা: প্রিতম মোস্তাহি, ডা: রাকিব হাসান,ডা: কামরুন নাহার আজাদী,নাসিং সুপারভাইজার নির্মলা কিসপাট্টাসহ নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন।
