হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করলে পাসপোর্ট বাতিল করার ঘোষণা’

0
183
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিদেশ থেকে আগত কোন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করলে পাসপোর্ট বাতিল করার ঘোষণা দিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ সংক্রান্তে তিনি একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন ।
ওই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদেশ থেকে আগত কোন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করলে অথবা নিজ থেকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তার পাসপোর্টসহ নিজ অবস্থান বিষয়ে স্ব-শরীরে হাজির হয়ে অথবা মোবাইল ফোনের মাধ্যমে নিশ্চিত করতে হবে। অন্যথায় এ আদেশ অমান্যকারীর পাসপোর্ট, বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৪ মোতাবেক বাতিল করা হবে।
আর, এই আদেশ কার্যকর করার সময় বেঁধে দেয়া হয় বুধবার দুপুর ১২টা পর্যন্ত। তবে আজ দিনের যেকোন সময়ে বিদেশ ফেরত ব্যক্তিরা তথ্য দেয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here