১০১ টাকা দেনমোহরে বিয়ে হয়েছিল সিমলা-পলাশের

0
295
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: চিত্রনায়িকা সিমলা মোহম্মদ পলাশ আহমেদকে বিয়ে করেছিলেন ১০১ টাকা দেনমোহরে। বিয়ের হলফনামায় পলাশের জন্ম তারিখ উল্লেখ আছে ১৯৯১ সালের ১লা জানুয়ারি। আর সিমলার জন্ম তারিখ উল্লেখ আছে ৪ঠা ডিসেম্বর ১৯৮২। সেই হিসেবে সিমলার চেয়ে পলাশ ৮ বছর ২৮ দিনের ছোট। বিয়ের কাবিন নামায় পলাশের ঠিকানা দেয়া আছে- মোহম্মদ পলাশ আহমেদ, পিতার নাম- মো. পিয়ার জাহান, মাতার নাম- রেনু বেগম, গ্রাম-দুধঘাটা, পোস্ট-মঙ্গলের গাঁও, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ। অন্যদিকে সিমলার ঠিকানা দেয়া আছে- সামসুন নাহার সিমলা, পিতার নাম- মৃত মিয়া আবদুল মাজেদ, মাতা- নুরুন নাহার, গ্রাম-শৈলকুপা, পোস্ট-শৈলকুপা, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ। ২০১৭ সালের ১২ই সেপ্টেম্বর তাদের প্রথম দেখা হয়। নিজের অভিনীত একটি চলচ্চিত্রের পরিচালকের বাসার এক অনুষ্ঠানে প্রথম পরিচয়।
এর পর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ৩রা মার্চ ঢাকা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই বছরের ৬ই নভেম্বর তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কারণ হিসেবে চিত্রনায়িকা সিমলা বলেছেন, পলাশ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার কারণেই আমি চার মাস আগে তাকে ডিভোর্স দিয়েছি।
চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টাকারী কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের লাশ গ্রহণ করেছেন তার বাবা পিয়ার সরদার। সোমবার রাত ১২টার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পতেঙ্গা থানা পুলিশের তত্ত¡াবধানে পিয়ার সরদার ছেলের লাশ গ্রহণ করেন। এর আগে পতেঙ্গা থানা পুলিশের একটি দল নারায়নগঞ্জ থেকে পলাশের বাবাকে চট্টগ্রামে নিয়ে যায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here