১২০০ পিস ইয়াবাসহ একজনক গ্রেফতার

0
102
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে ১২০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দক্ষিণখান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ নেয়ামত উল্লাহ। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া।
অভিযানে নেতৃত্ব দেয়া দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আফতাব উদ্দিন শেখ জানান, ৬ সেপ্টেম্বর, ২০২১ (সোমবার) ২০:৫৫ টায় দক্ষিণখানের আশকোনা এলাকা থেকে ইয়াবাসহ নেয়ামতকে গ্রেফতার করা হয়।
ইয়াবা উদ্ধার সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আসে যে একজন মাদক ব্যবসায়ী আশকোনা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানো সময় নেয়ামত নামের এক ব্যক্তিকেগ্রেফতার করা হয় । আর তার শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় ১২০০ পিস ইয়াবা।
দক্ষিণখান থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here