
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর, ফরিদপুর, পাবনা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জসহ ১৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।
এ ছাড়া মুন্সিগঞ্জ, রাজশাহী, বাগেরহাট, যশোর, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ঝালকাঠি, নওগাঁ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও বরগুনায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন জেলা প্রশাসকরা হলেন- এস. এম. তরিকুল ইসলাম (গাজীপুর), অতুল সরকার (ফরিদপুর), কবির মাহমুদ (পাবনা), বেগম শাহিদা সুলতানা (গোপালগঞ্জ), মো. মিজানুর রহমান (ময়মনসিংহ), মো. জসিম উদ্দিন (নারায়ণগঞ্জ), মো. মনিরুজ্জামান তালুকদার (মুন্সীগঞ্জ), মো. হামিদুল হক (রাজশাহী), মো. মামুনুর রশিদ (বাগেরহাট), মো. শফিউল আরিফ (যশোর), বেগম নাজিয়া শিরিন (মৌলভীবাজার), ড. ফারুক আহমেদ (সিরাজগঞ্জ), দিলসাদ বেগম (রাজবাড়ী), মো. জোহর আলী (ঝালকাঠি), মো. হারুন-অর-রশিদ (নওগাঁ), মো. আবু জাফর (লালমনিরহাট), মো. হাফিজুর রহমান (নীলফামারী), মো. আসিফ আহসান (রংপুর) ও মোস্তাইন বিল্লাহ (বরগুনা)। নতুন ডিসির তালিকা দেখতে এখানে ক্লিক করুন-
https://drive.google.com/file/d/1M1kh3lcclUndU6ghcDSChlxVmqc_23IE/view
