

ডেইলি গাজীপুর, সংবাদ বিজ্ঞপ্তি: ১৯ মে আসামের ভাষা শহিদ দিবস। ১৯৬১ সালের এই দিনে আসামের শিলচরে বাংলাকে রাজ্যভাষা করার দাবিতে ১১জন বীর বাঙালি শহীদ হন। ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ ২০০৩ সাল থেকে আসামের বাংলা ভাষাশহীদ দিবস স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে আসছে। প্রতি বছরের মত এবারও আসামের ভাষা শহিদদের স্মরণে বিকাল ৫টায় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ড. মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মআআ মুক্তাদীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন, লুৎফুল আহসান বাবু, এডভোকেট কে এম আশরাফ, ছড়াকার ফরিদ সাইদ, সালমা আহমেদ হীরা, কবি আফরোজা মুন্নি, কবি গিয়াস হায়দার, হাফিজুর রহমান কবির, ফারহান ওয়াহিদ তুর্না, কবি শাকিল হাসান, অভিনেতা মোসলে উদ্দিন, কবি শেফালী দৌসী, কবি মতিয়ারা চৌধুরী মিনু, কবি বিমল সাহা, কামাল ভূইয়া, হাসানুল বান্না প্রমুখ।
সভায় বক্তারা বাংলা ভাষাকে জাতিসংঘে অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করার দাবি জানান। পরিশেষে ১৯ মে ১৯৬১ আসামের বাংলাভাষা শহিদ ও সকল শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
