

মো: শাহজালাল দেওয়ান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর ৪৩ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে গতকাল বিকালে টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড আটার কল এলাকায় এক আলোচনা সভা,দোয়া মিলাদ ও তবারক বিতরন এর অনুষ্টান আয়োজন করা হয়েছে। ৪৩ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী লুৎফর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের ১ নং যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব খালেদুর রহমান রাসেল।
এছাড়াও আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জামাল খান বি এ,মহানগর যুবলীগের আহবায় সদস্য আমান সরকার,টঙ্গি পূর্ব থানা যুবলীগ নেতা এম এস মন্জুর রনি,পুবাইল থানা যুবলীগ নেতা মোক্তাদির নয়ন,৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ১নং যুগ্ন-আহবায়ক মোক্তার হোসেন সোহেল, আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন ভেন্ডার,যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনির হোসেন,ওয়ার্ড কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক শামিম আহম্মেদ হিরন, ৪৩ নং ওয়ার্ড তাঁতী লীগ সভাপতি আজমেরি আবেদিন লালন, সাধারণ সম্পাদক সোহাগ মিয়া,কৃষক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ হিরন,ওয়ার্ড যুবলীগ নেতা স্বপন পাটওয়ারি,সুলতান তালুকদার, আলমগীর গাজী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিক হাছান অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও নাজমুল হাসান সাজ্জাদ প্রমুখ।
অনুষ্ঠানের আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত ও তবারক বিতরণ করা হয়।
