৫০ কোটি টাকার রেলস্টেশনে আয় নাই

0
92
728×90 Banner

জাকির হোসেন সিকদার : গাজীপুরের কালিয়াকৈরে বিশ্বের ৭ম আইসিটি সেন্টার। ১০০ শতের অধিক টিকেট সংকটে বঙ্গবন্ধু হাইটেক রেল স্টেশনে ২০ টি টিকিট বরাদ্দ হলেও অফিসে নাই তেমন সরকারের অফিসার। অয়তনে অবহেলিত রয়েছে এমন সৌন্দর্য মন্ডিত ট্রেন স্টেশন। পর্যটকদের কাছে গ্রহনযোগ্য তোলা হলে আয় হতো মাসে কোটি টাকার বেশি।
পর্যাপ্ত পরিমাণে সংস্থার ও বরাদ্দ নাই।সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। উত্তরাঞ্চলের প্রধান ট্রেন স্টেশন হতে পারে একটি কালিয়াকৈর উপজেলা রেল স্টেশন। এখানে হাজার হাজার উত্তরাঞ্চল থেকে শ্রমিকদের আনাগোনা হচ্ছে।
কাজে আসছে না অর্ধ শতকোটি টাকা খরচ করে বানানো বিলাসবহুল এক রেলস্টেশন। মাসে ব্যয় ৫ লাখ হলেও আয় মাত্র কয়েক হাজার টাকা। বিপুল যাত্রী চাহিদা থাকলেও সারাদিনে ট্রেন থামে মাত্র একটি, তাও আবার লোকাল।
এ অবস্থা গাজীপুর কালিয়াকৈর হাইটেক পার্ক রেলস্টেশনের। ৬ বছর আগে উদ্বোধন হলেও লোকবল সংকটে অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে আধুনিক এই স্টেশন। রেলওয়ে বলছে, কারিগরি জটিলতার কারণে স্টেশনটিতে সেবা দেয়া সম্ভব নয়। একে পরিকল্পনাহীনতার চরম পর্যায় বলে মন্তব্য বিশেষজ্ঞের।
এলাকাবাসীর দাবী উপজেলা চেয়ারম্যান, এমপি মন্ত্রী সবই বড় বড় দলের কর্মী আওয়ামী লীগের পক্ষে সাপোর্ট বৃদ্ধি করতে হবে এ ট্রেন স্টেশন।
আইসিটি প্রতিমন্ত্রীর কাছে গ্রহনযোগ্য কালিয়াকৈরে শত একর জমির বরাদ্দ বন্দী বলে মন্তব্য করেছেন স্থানীয় জনতা।তাহার স্বদিচ্ছা থাকলে শত শত টিকিট বরাদ্দ হতো,পর্যটন আসতো।
কেন এমন অবহেলিত জনগোষ্ঠীর বিশ্বের ৭ম হাইটেক বঙ্গবন্ধু হাইটেক পার্ক কালিয়াকৈরে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here