ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর ফারজানা জেরিন শ্রাবন্ত বলেন, ‘করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিত ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। সরকারের এই কাজে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করছি। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ৫০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হবে।’
আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ৫০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে টিকা দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকারের।
টিকাদানে নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা এলাকায় ৩ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে টিকার প্রথম ডোজ দেয়া হয়। রাজধানীর মিরপুর এলাকায় শনিবার সকাল ১০টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকাদান চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মিরপুরের ৫টি কেন্দ্রে দেয়া হবে এসব টিকা। এ বিষয়ে রেড ক্রিসেন্টের মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর ফারজানা জেরিন শ্রাবন্ত বলেন, ‘করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিত ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। সরকারের এই কাজে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করছি।
‘আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ৫০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মিরপুর জোনের দোকানমালিক ও কর্মচারীদের করোনার টিকাদান শুরু হয়েছে। আজই মিরপুরের প্রায় ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে টিকার আওতার আনার পরিকল্পনা রয়েছে।’
তিনি জানান, আজ মিরপুর-১-এর শাহ আলী সিটি করপোরেশন মার্কেট ও বেঙ্গলী মিডিয়াম স্কুল, মিরপুর-২-এর মিরপুর শপিং কমপ্লেক্স, মিরপুর-১০-এর শাহ আলী প্লাজা এবং মিরপুর-১১ এর জান্নাত একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা দেয়া হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের।
ফারজানা জেরিন শ্রাবন্ত আরও বলেন, মৌচাক, যাত্রাবাড়ী, গাউছিয়া মার্কেটে পর্যায়ক্রমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হবে। ২৪ ফেব্রুয়ারির মধ্যে কেউ বাদ পড়লে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ টিকাদান অব্যাহত থাকবে।