Daily Gazipur Online

৭১’র চেতনা’র গাজীপুর জেলা কমিটি গঠনঃ আহবায়ক: আশিক সদস্য সচিব: মিলন

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : মুক্তচিন্তার সামাজিক সংগঠন ” ৭১’র চেতনা” এর গাজীপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আশিক মাহমুদ ও মিলন সিকদার

আশিক মাহমুদ ও মিলন সিকদারগত মঙ্গলবার রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি আশিক মাহমুদকে আহবায়ক ও মিলন সিকদারকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ফয়সাল আহমেদ তুষার, মুফতারী চামেলী, রাহাত হোসেন, সাকিল খান, শান্ত বাবু শিল, আমেনা আক্তার, শাহারিয়ার হোসাইন হাসিব,আলেয়া আক্তার, সাবিকুন নাহার ইভা, হৃদয় হোসেন রাব্বি,সামসুল ইসলাম অনিক।এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি ড. বাহাউদ্দিন গোলাপ ও সাধারন সম্পাদক শবনম জেবীন বলেন, পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এই কমিটি বহাল থাকবে। এবং কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে জেলার সকল উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করে যথাশীঘ্র কেন্দ্রে প্রেরনের জন্য অনুরোধ করেছেন।