

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের সমরসিং এলাকায় ইয়াং জিনিয়াস বাংলাদেশ লিমিডেট ফোম ফ্যাক্টরিতে বিদ্যুতের তারে জড়িয়ে রবিবার সকালে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
নিহত সাইফুল ইসলাম (৪৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ সদর থানার ছালকাঠি গ্রামের একরামুলের ছেলে।
ফ্যাক্টরি সূত্রে জানা গেছে, সকাল ১০টায় রাজমিস্ত্রি কাজ করা অবস্থায় অসাবধানতাবশত কাজ করার সময় বৈদ্যুতিক শক লাগে। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
