

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যখন দুর্নীতিগ্রস্থ স্বাস্থ্যমন্ত্রী-সচিবের কারণে প্রস্তাবিত দামের চেয়ে বেশি ঔষধের দাম, বানিজ্য-খাদ্য মন্ত্রী-আমলাদের কারণে দ্রব্যমূল্যর উর্দ্ধগতি, স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আমলাদের ব্যর্থতার কারণে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার-সন্ত্রাস; বিদ্যুৎ-জ¦ালানি প্রতিমন্ত্রী-আমলাদের অদক্ষতায় বিদ্যুতের দাম বৃদ্ধি, লোডশেডিং; তখন বলাই যায় যে, সরকারের একাংশ শত্রু ভাবছে আমজনতাকে; আর এদের কারণেই দেশে অর্থনীতির চরম ধ্বস নামছে প্রতিদিন-প্রতিক্ষণ।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, নির্মমভাবে বাংলাদেশের মানুষের উপর দ্রব্যমূল্য খড়গ চালাচ্ছে ছাত্র-যুব-জনতার ধ্বংসকামী মন্ত্রী-সচিবদের একটি অংশ। সরকার প্রধানের দায়িত্ব তাদের বেতনসহ সকল সুযোগ-সুবিধা কমিয়ে ৫০% করে হলেও সাধারণ মানুষের জীবন-জীবিকার ধারা অব্যহত রাখা। তা না করে সরকার প্রধান যেন নির্মমভাবে সেই রাক্ষসশ্রেণির মন্ত্রী-এমপিদের কথাতেই উঠছে আর বসছে; একের পর এক ভ্রান্ত সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে ছাত্র-যুব-জনতার কাঁধে। তবে তাদেরকে বলে দিতে চাই রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে এখন যেমন আন্দোলন হচ্ছে যদি দেশের কথা-জনতার ভেবে বিদ্যুৎ-তেলসহ সকল দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার উদ্যেগ নিতে ব্যর্থ হয়; প্রতিটি মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধে নামবে বাংলাদেশের সাধারণ মানুষ। সেটা হবে বড় ধরনের পতনের আওয়াজ। কাউন্সিলিং-এ অংশগ্রহণকারী রাজশাহীর রাবেয়া আক্তার, রায়পুরার তবারক খান, নিয়ামতপুরের রজ্জব তালুকদার, সিরাজগঞ্জের উজ্জ্বল সানীসহ ২৭ জন নতুনধারার রাজনীতিককে গঠনতন্ত্র, লিফলেট, পোস্টারসহ বিভিন্ন উপকরণ শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করেন নেতৃবৃন্দ।
