জাতীয় শোক দিবস পালন জন্য গাজীপুরে কাউন্সিলরের গরু ও ছাগল বিতরণ

0
166
728×90 Banner

অলিদুর রহমান অলি, গাজীপুরঃ:বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল-মামুন মন্ডল মহানগরীর প্রতিটি থানা ও বেশ কয়েকটি ওয়ার্ডে জাতীয় শোক দিবস পালনের জন্য গরু-ছাগল বিতরণ করেছেন। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিকেলে স্থানীয় বোর্ড বাজার ইউটিসি চত্বরে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্ৰীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
আব্দুল্লাহ আল-মামুন মন্ডলের সভাপতিত্বে ও আওয়ামীলীগে নেতা বাবুল হোসেন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভিপি এসএম পনির, শওকত আলম, আসাদুল কবির, মো. শাহ আলম, মশিউর রহমান সরকার বাবু, শেখ মোস্তাক আহমেদ কাজল, শাহ জালাল তরুণ, জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ আলম গাজীপুরী। অনুষ্ঠানে পাঁচ সহস্রাধিক লোক গণভোজে অংশ নেন। অনুষ্ঠান শেষে আগামী সোমবার জাতীয় শোক দিবস পালনের জন্য কাউন্সিলর আব্দুল্লাহ আল-মামুন মন্ডনের পক্ষ থেকে মহানগরের থানা ও ওয়ার্ড আওয়ামীলীগের কমিটিগুলোতে ৩০টি গরু, ৩২ টি ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here