

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কারিতাস ইকোনমিক রি-ইন্টিগ্রেশন অফ ড্রাগ রিকভারীজ ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে আজ বৃহস্পতিবার টঙ্গীতে মাদকাসক্ত রিকভারীদের ক্ষুদ্রব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কারিতাস উদ্যম প্রকল্প টঙ্গীর মাঠর্কমকর্তা মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সোসাইটর মহাসচিব বিশিষ্ট সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ সহ কারিতাস উদ্যম প্রকল্পের প্রকল্প ইনচার্জ ঢাকা অঞ্চল ফরিদ আহাম্মদ খান, মাঠকর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, কারিতাস ইকোনমিক রি-ইন্টিগ্রেশন অফ ড্রাগ রিকভারীজ ইন বাংলাদেশ প্রকল্পের মনিটরিং এন্ড জবপ্লেসমেন্ট অফিসার আগষ্টিন মিন্টু হালদার, উদ্যম প্রকল্পের ইউনিট অফিসার নোয়েল পাপ্পু দাশ, সাখাওয়াত হোসেন প্রমুখ।
