

জাহাঙ্গীর আকন্দ : “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক সদস্যরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার ফয়েজ আহমেদ বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন পরিবহন ও মোটরসাইকেল এর প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট পরীক্ষা করা হচ্ছে। কাগজপত্র ঠিক থাকলে বাইকারদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে।
