
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর কুনিয়া তারগাছ এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ¦ জবেদ আলী জবার সাহেবের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুর রশীদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে টঙ্গী স্টেশন রোড সেবা শুশ্রƒষা হাসপাতাল লিঃ এর সহযোগীতায় এলাকায় অসহায় গরীব মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিকস পরীক্ষা ঔষধ বিতরণ স্মরণসভা ও দোয়া মাহফিল গতকাল শনিবার দিনব্যাপী কুনিয়া তারগাছ মুনলাইট উচ্চ বিদ্যায় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক মরহুমের সুযোগ্য সন্তান মো: শহীদ উল্লাহ’র সভাপতিত্বে এবং মুনলাইট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য, আব্দুর রশিদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি বেগম শামসুন নাহার ভূঁইয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মো: সাইফুল ইসলাম দুলাল, বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক থানার সভাপতি আনোয়রা বেগম, টঙ্গী আঞ্চলিক মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার হ্যাপি, বোর্ড বাজার বায়তুল হুদা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: মহসিন, বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, এম এম জসিম উদ্দিন, কুনিয়া তারগাছ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আশরাফুজ্জামান সেলিম, গাছা ইউনিয়নের সাবেক মেম্বার আলহাজ¦ কাজী আব্দুস ছোবহান, মো: আক্কাস আলী, ৫১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো: আলী মিয়া, হাজী জয়নাল আবেদীন, আলহাজ¦ মো: গিয়াস উদ্দিন, হাজী মো: আবু হানিফ, আক্তারুজ্জামান জুয়েল প্রমুখ। স্মরণসভা শেষে মরহুম আলহাজ¦ মো: জবেদ আলী জবার সাহেবের স্মরণে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
