টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

0
67
728×90 Banner

মো: শাহজালাল দেওয়ান: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক এর বিরুদ্ধে জমি দখল করে রাস্তা নির্মাণ ও লুটপাটের অভিযোগে মামলা করায় মানববন্ধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ও ৫০নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার বিকেলে ঢাকা ময়মনসিংহ রোড, গাজীপুরা বাসপট্টিতে তারা এ মানববন্ধন করেন।
এসময় মানববন্ধনে উপস্থিতিতে ৪৯নং ও ৫০ নং ওয়ার্ডের এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক একজন সৎ ও জনপ্রিয় কাউন্সিলর। তার বিরুদ্ধে জমি দখল করে এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে জমির উপর মাটি ভরাট করে রাস্তা নিমার্ণ এবং নির্মাণ সমগ্রী লুট করে নেওয়ার যে অভিযোগ উঠেছে আমরা ওয়ার্ড বাসি এর তীব্র নিন্দা জানাই। তিনি আমাদের নির্বাচিত কাউন্সিলর তিনি ৪৯নং ওয়ার্ড এবং ৫০নং ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার কথা চিন্তা করে আমাদের অনুরোধে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিয়ে রাস্তা নির্মাণ কাজ শুরু করেন। একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমাদের কাউন্সিলরের সম্মানহানি করতে এ মিথ্যা অভিযোগ এনে মামলা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সেই সাথে কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহার করার দাবিতে আজকে আমাদের এ মানববন্ধন।
এর আগে গত ৩১ আগষ্ট বৃহস্পতিবার জমির মালিকের পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে জমির মালিক নুর নবী চৌধুরী জানান, গত ৩০ আগষ্ট বুধবার দিবাগত রাতে গাজীপুরা, শালিকচুড়া এলাকায় কাউন্সিলর ও স্থানীয় প্রভাবশালীরা জমি দখল করে রাস্তা নির্মাণ, নিমার্ণ সামগ্রী লুট ও জীবননাশের হুমকি প্রদান করেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক বলেন, তাদের জমি দখল করে রাস্তা করা হচ্ছেনা। রাস্তা করতে গিয়ে কিছু কিছু জায়াগায় দেয়াল ধষে পড়েছে। এগুলো ঠিক করে দেওয়া হবে। আর সে কারণে রাস্তা করতে গিয়ে যদি তাদের জমি গিয়ে থাকে। তাহলে ওই পরিমান জমির মুল্য পরিশোধ করা হবে। আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ করা হয়েছে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here