টঙ্গীতে ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

0
78
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এলাকা থেকে ইয়াবা-ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।
গ্রেপ্তার মাদক কারবারি হলেন মো. সাজু আহমেদ (২২)।
অভিযানে তার কাছ থেকে ছয় হাজার ৫০টি ইয়াবা এবং ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শনিবার (১১ মে) দুপুরে র‍্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (১০ মে) রাতে টঙ্গী পূর্ব থানাধীন উত্তর আরিচপুরস্থ টঙ্গী রেলস্টেশন সংলগ্ন ব্যাংক মাঠ বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে অন্যান্য মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। তিনি বিভিন্ন সময় সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য পরিবহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা/পাইকারি কারবারিদের কাছে সরবরাহ করেছেন বলেও স্বীকার করেছেন।
এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here