টঙ্গীতে ডাকাতি, বাধা দেওয়ায় কুপিয়ে জখম

0
75
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের জানালার গ্রিল কেটে ধারালো অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। ডাকাতিতে বাধা দিতে গেলে শফিকুর রহমান সবুজকে (৩৭) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাত দলের সদস্যরা। শনিবার ভোররাতে স্থানীয় দত্তপাড়া এমরান ভিলায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ওই এলাকার এমরান ভিলা নামে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় রান্নাঘরের গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে ওই বাসার বাসিন্দা আহসান উল্যাহ ও তার পরিবারের সদস্যদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ডাকাতদের বাধা দিতে গেলে শফিকুর রহমান সবুজ নামে একজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এরপর বাসায় থাকা নগদ এক লাখ ১০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল।
পরে তাদের চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এগিয়ে এসে গুরুতর আহত সবুজকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা শঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এ ঘটনার পর পিবিআই, সিআইডিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here