গাজীপুরের গাছায় রাব্বি চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল

0
35
728×90 Banner

অলিদুর রহমান অলি: গাজীপুর মহানগর যুবদল ও জনসাধারণের অংশগ্রহনে বিজয় মিছিল উদযাপন করেছে গতকাল বিকালে গাজীপুর গাছায় বড় বাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিং রোডে এ আনন্দ মিছিল করা হয়। এ সময় যুবদলের নেতাকর্মী সমর্থক সহ উল্লাসিত জনসাধারণ। পরে গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রাব্বি চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিলে আওয়ামী সরকারকে ব্যাঙ্গ করে নানামূখি স্লোগানে স্লোগানে মূখরিত করে নেতাকর্মী সমর্থকেরা। এসময় আশপাশের এলাকায় জানান দেন শেখ হাসিনার দেশ ত্যাগের খবর এছাড়া আনন্দ মিছিলে উপস্থিত গাছা বিএনপি নেতা রাকিব চৌধুরী, ৩৭নং ওয়ার্ড বিএনপি নেতা লতিফ সরকার, গাছা থানা ছাত্রদল এর সদস্য ইয়াসিন সরকার, দিনু, আব্দুল্লাহ, সাব্বির, স্বপন, হাসান সহ থানা ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও এর সহযোগী অঙ্গসঙ্গঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ১৬ বছর পর শেখ হাসিনার সরকারের পতন হয়।
গত সোমবার (৫ আগস্ট) দুপুরেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এর নিকট পদত্যাগ পত্র জমা দিয়ে সামরিক বাহিনীর হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here