গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল

0
49
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) উপ-পুলিশ কমিশনারদের বিভিন্ন পদে রদবদল করা হয়েছে।
বুধবার সকালে জিএমপি পুলিশ কমিশনার মাহবুব আলমের পক্ষে জিএমপির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইলতুৎমিশের স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব রদবদল করা হয়। সবগুলো রদবদল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এলাকাতেই হয়েছে।
রদবদলের আদেশে বলা হয়েছে- উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খানকে উপ-পুলিশ কমিশনার পুলিশ ট্রাফিক বিভাগে, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাসির আহমেদ খাঁন ডিবি (দক্ষিণ) কে উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগে, উপ-পুলিশ কমিশনার অপরাধ উত্তরের আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমানকে উপ-পুলিশ কমিশনার ডিবি উত্তর বিভাগে, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের মো. আলমগীর হোসেনকে উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ বিভাগে, উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) মোহাম্মদ মোহাম্মদ কামাল হোসেনকে উপ-পুলিশ কমিশনার অ্যাস্টেট অ্যান্ড ডেপেলপম্যান্ট বিভাগে বদলি করা হয়েছে।
সম্প্রতি জিএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জ পদেও জিএমপি এলাকাতেই রদবদল করা হয়েছিল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here