

ডেইলি গাজীপুর প্রতিবেদক:গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন কাঁঠালদিয়া এলাকায় বেতন বৃদ্ধিসহ ১৪ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন এসকেএফ বাংলাদেশ লিমিটেড ওষুধ কারখানার শ্রমিকরা।গতকাল মঙ্গলবার বিকেলে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা।
শ্রমিকরা জানান, টঙ্গী পশ্চিম থানার কাঁঠালদিয়া এলাকায় অবস্থিত এসকেএফ বাংলাদেশ লিমিটেড ওষুধ কারখানার দেড় হাজার শ্রমিক মধ্যাহ্ন বিরতির পর বেতন বৃদ্ধির দাবিতে কারখানার সামনে সড়ক অবরোধ করেন। বেতন বৃদ্ধিসহ ১৪ দফার মধ্যে ডিজিএম রিপন সাহা রায়কে চাকরি থেকে অব্যাহতির দাবিও জানান তারা।
গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, দাবিদাওয়া নিয়ে আলোচন চলছে।
