কর্মজীবী নারী PDWSS প্রকল্পের সাথে ওয়ার্ড কাউন্সিল এবং অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0
106
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ১৬ সেপ্টেম্বর সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে কাউন্সিলর ও অত্রএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এর সাথে “বাংলাদেশে অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকদের শোভন কাজ ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অবহিতকরণ সভায় ৪৭ নং ওয়ার্ডের কর্মরত সচিব, এনজিও প্রতিনিধি, স্কুল শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্য কর্মী ও সমাজের সামাজিক গ্রুপের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য ও প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের কৌশল, কর্মপরিকল্পনা সম্পর্কে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কর্মজীবী নারী PDWSS প্রকল্পের রিসার্চ এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ সজিবুর রহমান।
কর্মজীবী নারী PDWSS প্রকল্প ফিল্ড ম্যানেজার মমিনুর রহমান মমিন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ হেলাল উদ্দিন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল,এনজিও প্রতিনিধি শফিকুল ইসলাম, কেয়ার বাংলাদেশের বীথি আকতার ,নগর মাতৃসদন হাসপাতালের কর্মকর্তা শাহিনা আক্তার,কর্মজীবী নারী PDWSS প্রকল্পের সোস্যাল মোবিলাইজার মমতাজ বেগম, মিতু আক্তার,আরমান মিয়া, স্কুল শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক দলের সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সরকারি সেবার পাশাপাশি এই প্রকল্প অভ্যন্তরীণ অতিদরিদ্র মানুষের জন্য একটি ডাটাবেইজ তৈরি করবে যা আমাদের দরিদ্র জনগোষ্ঠী চিহ্নিত করতে সহায়ক ভুমিকা পালন করবে এবং সামাজিক সুরক্ষা সমূহ প্রদানে স্বচ্ছতা বজায় সহায়তা করবে। এছাড়াও অত্র এলাকার পিছিয়ে পড়া অভ্যন্তরীন শ্রমিকরা যাতে সামাজিক সেবার আওতায় আসতে পারে আমরা সাধ্যমত চেষ্টা অভ্যাহত রাখবো। এছাড়াও এলাকার শান্তি শৃঙ্খলা ও পরিস্কার পরিছন্নতা পরিবেশ গড়তে সকালের সাথে সমন্বয় করে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন সরকারি ও বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করতে পারলে এলাকার জণগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া আরও সহজতর হবে।
উপস্থিত ব্যক্তিবর্গ দারিদ্র্য নিরসনে এবং অভ্যন্তরীণ শ্রমিকদের জন্য এ ধরনের প্রকল্পের গুরুত্ব আছে বলে মতামত ব্যক্ত করেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here