শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে ও পদোন্নতি/পদায়নের দাবিতে গাজীপুরে মানববন্ধন

0
42
728×90 Banner

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর প্রতিনিধি : ঢাকা শিক্ষাভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে ও সরকারি মাধ্যমিক বিভাগের বিভিন্ন শুন্য পদে দ্রুত পদোন্নতি/পদায়নের দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছে শিক্ষকরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর শহরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী রোডে রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সিনিয়র শিক্ষক সাইয়েদ আমিনুল এহসানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আবু জাফর মুহাম্মদ ছালেহ, আসাদুজ্জামান, আব্দুল মতিন মিয়া, নাছরিন আঞ্জুমান রুনী, রায়হান উদ্দিন, জসিম উদ্দিন, মোঃ রুবেল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ঢাকা শিক্ষাভবনে শিক্ষকের উপর হামলাকারীর শাস্তি দাবি করেন যাতে অনুরুপ ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি মাধ্যমিক বিভাগের বিভিন্ন শুন্যপদে সহকারি শিক্ষক, সিনিয়র শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী প্রধান শিক্ষক, সহকারী জেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন সমমান পদে দ্রুত পদোন্নতি/পদায়নের দাবি জানান।
মানববন্ধনে রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন মিয়া একাত্মতা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here