প্রয়াত বিএনপি নেতা লুৎফর রহমান মেম্বারের জন্য মসজিদে বিশেষ দোয়া কামনা

0
31
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বৃহত্তর হরিরামপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত লুৎফর রহমান (লাল মিয়া) মেম্বারের জন্য তুরাগ থানা ও উত্তরার বিভিন্ন মসজিদে মসজিদে নিহতের পরিবারের পক্ষ থেকে গতকাল শুক্রবার বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
গতকাল শনিবার নিহতের পুত্র মো: সাইদুল ইসলাম জানান, গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ দিবাগত রাত ৯ টার দিকে তুরাগের নিজ বাসায় মারা যায় তিনি। লিভার জনীত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন বিএনপি এই নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছি ৬৯ বছর। তিনি একজন সফল রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী ছিলেন।
নিহতের পরিবারের লোকজন জানান, মৃত্যু কালে লুৎফর রহমান লাল মিয়া মেম্বার (তিনি) তিন পুত্র মো: কামরুজ্জামান লিটন, মো: সাইদুল ইসলাম ও মো: কাওসার আলম। তিন কন্য মোছাম্মদ সুলতানা রাজিয়া, মোছাম্মদ লায়লা আক্তার ও কামরুন্নাহার। তাদের মাতা (স্ত্রী) কুলসুম বেগম রেখে গেছেন। এছাড়া অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডিয়াবাড়ী আদর্শ উচচ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও স্কুল গভর্নিং বডির সভাপতি ছিলেন। ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, নীমতলিরটেক জামে মসজিদ কমিটির সভাপতি সহ অসংখ্য উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাযা নামাজে শরীক হন ঢাকা-১৮ আসনের বিএনপি নেতা এস, এম জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা হাজী মোস্তফা জামান, আতিকুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্র দলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা বলেন, আমরা আজ দলের একজন বড় অভিভাবককে হারালাম। আমরা তার আদর্শকে কোন দিন ভুলবো না। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমরা তার আত্নার মাগফিরাত কামনা করি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here