লালপুরে সরকারি জায়গায় দখল করে আওয়ামী লীগ নেতার দোকান ঘর নির্মাণ

0
52
728×90 Banner

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে সরকারি জায়গা দখল করে আনুমোদন (লিজ) না নিয়ে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠছে।
সূত্রে জানা যায়, গত ৫ আগষ্টের পর লালপুরের বিলমাড়ীয়া বাজার ও পারাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরকারি জায়গায় ১নং খতিয়ানের ৬৯ ও ৭০ নং দাগে বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম অপি ৩টি দোকান ঘর নির্মাণ করেছে।
একই খতিয়ানের বিলমাড়ীয়া খাইরুল খাইরুল কমপ্লেক্স সংলগ্ন ৫৮নং দাগে ২টি দোকান নির্মাণ করেছে আলতাফ হোসেন নামে এক আওয়ামিলীগ সমর্থক। ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা নিষেধ করলেও তারা শুনেনি বলে জানা গেছে।
এবিষয়ে মনিরুল ইসলাম বলেন আমার জায়গায় ইউনিয়ন পরিষদের ভাবন নির্মাণ হয়েছে মৌখিক চুক্তি অনুযায়ী জায়গা বদল করে আমি দোকান নির্মাণ করেছি, জানতে চাইলে তিনি বলেন তার কাছে কোন কাগজপত্র নেই, আলতাব হোসেন সরকারি জায়গায় দোকান নির্মাণ প্রসঙ্গে বলেন, আমরা নিজেদের দখলে থাকা জায়গায় দোকান করছি।
এ ব্যাপারে বিলমাড়ীয়া ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা নিখিল চন্দ্র সূত্রধর বলেন, আলতাবের জায়গা লিজ হয়নি, প্রক্রিয়াধীন থাকতে পারে নাজির বলতে পারবেন, মনিরুলের জায়গায় কিছুই হয়নি আমি নিষেধ করেছি শুনেনি।
লালপুর উপজেলা ভূমি অফিসের নাজির আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে আমার জানা নেই।
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শাহজাহান আলীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।
এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার বলেন, ৬৯-৭০ দাগের জায়গাটি ইউনিয়ন পরিষদের জায়গা উনাকে ইতিপূর্বে বাধা দেওয়া হয়েছিল তা তিনি অমান্য করেছেন তাকে উচ্ছেদের জন্য ডিসি অফিসে চিঠি পাঠাবো সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে, আর ৫৮ নং দাগের বিষয়ে বলেন এটা প্রক্রিয়াধীন আছে প্রক্রিয়াধীন অবস্থায় ঘর নির্মাণ করতে পারে না, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here