টঙ্গীতে সাংবাদিকের মামলায় ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

0
41
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে টঙ্গীর বনমালা রেললাইন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, টঙ্গীর বনমালা রেললাইন এলাকার বাসিন্দা মৃত শাহাজ উদ্দিন মোল্লার ছেলে আমান মোল্লা (৫৫), মতিন (৫০) ও আমান মোল্লার ছেলে মেহেদী হাসান শুভ (২৭)।
পুলিশ জানায়, স্থানীয় একজন সাংবাদিকের স্ত্রীকে মারধর সংক্রান্ত একটি মামলায় ওয়ারেন্টভুক্ত ৩জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর ২জন আসামী কে গ্রেফতারের প্রকৃয়া চলছে।
মামলার বাদী সাংবাদিক আরিফ চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীরা সমাজের খারাপ ধরনের লোক। তাদের অত্যাচারে বনমালা এলাকার বাসিন্দারা অতিষ্ঠ। গত জুলাই মাসে আসামীরা নিছক ঘটনাকে কেন্দ্র করে আমার গর্ভবতী স্ত্রীকে বেধড়ক মারধর করে এবং আমার পরিবারের সকলকে হুমকি প্রদান করে। পরবর্তীতে আমি থানায় মামলা করি। ৫ জন আসামীদের মধ্যে আজ মঙ্গলবার সকালে ৩ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। অপর দুইজন আসামি রবিন ও ডবিন এখনো পলাতক রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ কায়ছার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here