৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পাল্টাপাল্টি সমাবেশের ডাক তাবলিগে

0
66
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আগামী ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে তাবলিগ জামাত-সংশ্লিষ্ট দুটি পক্ষ। এর মাধ্যমে বেশ কয়েকছর শান্ত থাকার পর তাবলিগ জামাতের বিবদমান দু’পক্ষ আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়াচ্ছে।
একাধিক দায়িত্বশীল আলেম জানান, আগামী ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ‘উলামা মাশায়েখ বাংলাদেশ’ এর ব্যানারে মহাসমাবেশের ডাক দিয়েছে তাবলিগের সাদবিরোধী অংশ। ‘দাওয়াত ও তাবলীগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফজতের লক্ষ্যে’ অনুষ্ঠেয় এ সমাবেশের আয়োজনে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশ ও জমিয়তে উলামায়ে ইসলাম সংশ্লিষ্টরা। প্রকাশ্যে না থাকলেও জেলাভিত্তিক ও বিভিন্ন পয়েন্টের মার্কাজ মসজিদে সমাবেশ বাস্তবায়নে কাজ করছেন জুবায়েরপন্থী তাবলীগের সদস্যরা।
গত শুক্রবার রাজধানীর মিরপুরের জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদ্রাসায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় সমাবেশ সফল করতে প্রস্তুতি কমিটি করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে।
ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন— বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি প্রমুখ।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক গণমাধ্যমে বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি সরকার পতনের পর দেশের নানা এলাকায় মাদ্রাসা-মসজিদ নিয়ে নানা ঝামেলা চলছে। এছাড়া, তাবলিগ জামাত নিয়ে সাদপন্থীরা ঝামেলা করার পাঁয়তারা করছে। সেজন্যই দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহ্বানে এ মহাসম্মেলনের উদ্যোগ নেওয়া।’
এদিকে একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে পাল্টা সমাবেশ ডেকেছে সাধারণ মুসল্লি পরিষদ বাংলাদেশ। তাবলিগ জামাতের সাদপন্থী অংশের বিক্ষুদ্ধ কর্মীরা এ সংগঠনটির মাধ্যমে রাজপথের কর্মসূচিতে অংশ নিয়ে থাকে।
৩১ অক্টোবর ডিএমপি কমিশনার বরবার করা আবেদনপত্রে সাধারণ মুসল্লি পরিষদ বাংলাদেশের সদস্য সচিব মীযানুর রহমান জানিয়েছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা, আসন্ন বিশ্ব ইজতেমা নিয়ে ষড়যন্ত্র ও দেশের বিভিন্ন জেলায় ইজতেমা ও মারকাজে হামলা-ভাঙচুরের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ আয়োজন করা হবে।
প্রসঙ্গত, তাবলিগ জামাতের কেন্দ্রীয় নেতৃত্বে অংশদারত্বের বিষয়ে বিবাদে জড়িয়ে পড়েন তাবলিগের শীর্ষ মুরুব্বিরা। ২০১৫ সালে তাবলিগের দিল্লির নিজামুদ্দিন বিশ্ব মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভির বিরোধিতা করেন পাকিস্তান ও ভারতের কয়েকজন মুরব্বি।
২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়। সংঘর্ষে দুজন নিহত ও শতাধিক আহত হন। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে পড়ে তাবলিগ জামাত। ২০১৯ সাল থেকে আলাদাভাবে বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যকম পরিচালনা করেন তারা।
উল্লেখ্য, তবলিগ জামাতের এই ইস্যুতে বিবৃতি দিয়েছেন শতাধিক আলেম। শনিবার (২ নভেম্বর) এক বিবৃতিতে তারা বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার কঠিন ষড়যন্ত্র চলছে। শান্তিময় দেশকে অস্তিতিশীল করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বিপাকে ফেলার গভীর চক্রান্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, রাজনৈতিক অস্তিরতা তৈরি করতে হেফাজত সমর্থিত দুটি ভুঁইফোড় রাজনীতিক দল দেশে ধর্মীয় ও সাম্প্রদায়িক ভ্রাতৃঘাতী রক্ষক্ষয়ী ভয়াবহ সংঘাত তৈরি করে এই সরকারের চলমান সব অর্জনকে ম্লান করে দিতে চায়। দেশকে জঙ্গি ও উগ্রবাদী পথে টেলে দিতে এরা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here