লালপুরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান যাত্রীর মৃত্যু

0
24
728×90 Banner

লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরের আরবাবে ট্রাকের ধাক্কায় অটো ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে।
সুত্রে জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর ) ভোর ৬টায় লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশে সালামপুর থেকে লালপুরগামী একটি অটোভ্যানকে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যানযাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন।এ সময় ইসলাম (৫০) নামের অটো ভ্যান যাত্রীর মৃত্যু হয়, সে লক্ষণবাড়িয়া গ্রামের এমাজউদ্দীনের ছেলে। অপর যাত্রী ধরবিলা গ্রামের রহমানের ছেলে আরিফ (২৪) আহত হন।
আহত আরিফকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা সম্পর্কিত তদন্ত শুরু করেছে। অজ্ঞাত ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here