

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর থেকে ঢাকা গামী ”জয়দেবপুর কমিউটার – ২” ট্রেনটি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল। রাজধানীর কাউলা এলাকায় দীর্ঘদিনের মরিচা পড়া রেললাইন ভেঙে গেছে। আজ সোমবার সকাল ০৯.১৫ মিনিটে দিকে ঢাকাগামী জয়দেবপুর কমিউটার – ২ এয়ারপোর্ট স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি কাউলা এলাকায় থেমে যায়। অভিজ্ঞ মহলের ধারণা এর কিছুক্ষণ আগে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এ লাইন দিয়ে পার হওয়ার সময় রেললাইনের প্রায় ফুট অংশ ভেঙে যায়। কিছুক্ষণ পর জয়দেবপুর কমিউটার – ২ ট্রেনটি এয়ারর্পোট ছেড়ে ঢাকা প্রবেশের সময় কাউলা এলাকায় স্থনীয় জনগন ও রেলওয়ের ওয়েম্যান ট্রেনটিকে থামানোর জন্য সংকেত দেয়। এতে অল্পের জন্য ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২কিলোমিটার দক্ষিনে কাউলা এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ের ওয়েম্যান ও স্থানীয়রা রেললাইন ভাঙা দেখে কর্তৃপক্ষকে জানায়। পরে ২৫মিনিটের মধ্যে রেলওয়ে প্রকৌশল বিভাগ রেলের ভেঙে যাওয়া অংশ মেরামত করে।
ট্রেনের পরিচালক ইমরান জানান, রেললাইনের প্রায় দুই ফুট ভেঙে গেছে। লাইনে মরিচা পড়া বা পাথর সরে যাওয়ার কারণে এমনটা হয়ে থাকতে পারে।
