সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ নির্মূল কমিটি গাজীপুর এর সংবাদ সম্মেলন

0
23
728×90 Banner

মহানগর প্রতিনিধিঃ গতকাল শনিবার গাজীপুর প্রেসক্লাবে সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ নির্মূল কমিটির সদস্য মুফতী হুসাইন আহমদ সংবাদ সম্মেলনে বলেন গত ৫ আগস্ট ছাত্র- জনতার আন্দোলনের মুখে পতন হয় একাধারে প্রায় ১৬ বছর বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখা স্বৈরশাসক শেখ হাসিনার। তবে এটাই প্রথম নয় ইতিপূর্বেও অধিকার আদায়ের জন্য জীবন ও রক্ত দেওয়ার ইতিহাস বাংলাদেশের জনগণের রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্র-জনতার জীবন ও রক্তের বিনিময়ে দেশের পট পরিবর্তন হলেও জনগণের প্রত্যাশা পূরণে যথাযথ মূল্যায়ন হয় নি। দেশের পট পরিবর্তনে যারাই ক্ষমতায় এসেছে তারা নিজেদের প্রত্যাশা পূরণেই বেশি ব্যস্ত ছিলো। তবুও জনগণ অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাাম অব্যাহত রেখেছিলো। আর তারই ধারাবাহিকতার ফসল এই গণঅভ্যূত্থান। তাই এই গণঅভ্যূত্থানের সুফল গণমানুষের নিকট পৌছাতে হলে সন্ত্রাস, মানক ও চাদাবাজ নির্মূলের বিকল্প নেই। গভীরভাবে লক্ষ্য করছি গণঅভ্যূত্থান পরবর্তী সময়েও পূর্বের ন্যয় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজরা নির্বিঘেœ তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা এই সকল সমাজবিধংসী অপরাধের নির্মূল চাই। এসময় অন্তবর্তীকালীন সরকারের নিকট ৭ দফা দাবি উত্থাপন করেন। যথাক্রমে
১. সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ও দায়িত্ব পালনে অবহেলাকারী প্রশাসনের কর্মকর্তাদের তালিকা প্রকাশ ও বরখাস্ত করতে হবে।
২. সন্ত্রাস, মাদক ও চাদাবাজি হয় এমন স্পট গুলোতে সার্বক্ষণিক পুলিশি টহল নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সাময়িক সময়ের জন্য জনবল বৃদ্ধির পদক্ষেপ নিতে হবে।
৩. গার্মেন্টস, বাজার ও ফুটপাতসহ সকল সেক্টরের চাঁদাবাজ ও দখলদারদের পরিচয় প্রকাশ করতঃ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. গাজীপুরের সকল থানায় জনসাধারণ যেনো নির্বিঘেœ তাদের অভিযোগ পেশ করতে পারে এবং সকল নাগরিক সেবা পায় তা নিশ্চিত করতে হবে।
৬. নগরির গুরুত্বপূর্ণস্থান ও সড়ক গুলোকে যানযট মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭. ফুটপাত ব্যবসায়িদের পুনর্বাসন করে তবেই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here