টঙ্গী রাইজিং সান একাডেমিতে বার্ষিক ফলাফল ও সংস্কৃতি অনুষ্ঠান

0
20
728×90 Banner

মহিউদ্দিন সরকার : ঐতিহাসিক টঙ্গীর রাইজিং সান একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল গতকাল সোমবার ঘোষনা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এতে কোমলমতি ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুশিল সমাজ স্বত:স্ফূর্ত ভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ভিসি প্রফেসর ডা. এ.বি.এম ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি ভি.সি প্রফেসর লুৎফুর রহমান, ও যুগ্ম পরিচালক ও একান্ত সচিব (উপচার্যের দপ্তর বাংলাদেশ বিশ্ববিদ্যালয়) নাসির উদ্দিন।
দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য জ্ঞানতাপস অধ্যক্ষ মোল্লা শহিদুল ইসলাম । অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন- অধ্যক্ষ মোল্লা শহিদুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক এড. রিয়াজ, অত্র স্কুল পরিচালক সদস্য খোরশেদ আলম মন্টু, পরিচালক হারুক সরকার ও হিরন সরকার প্রমূখ।
বক্তাগণ বলেন, শিক্ষার আলোবতির্কা রাইজিং সান একাডেমি ২০০২ সালে স্থাপিত হয়ে ২৩ বছরে পর্দাপন করেছে। মেধা ও জ্ঞান প্রদানে স্কুলটি হাঁটি-হাঁটি পা-পা করে টঙ্গী ২৬০টি স্কুলের শীর্ষে রয়েছে তারা। প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষকমন্ডলী ও স্কুল ব্যবস্থাপনা পরিষদ প্রান পনে স্কুল উন্নয়নে কাজ করছে। তারা আরো বলেন, জ্ঞান অর্জন ও জ্ঞানকে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার নামই শিক্ষা। শুধু জ্ঞানহীন সার্টিফিকেট দেয়ার নাম শিক্ষা নয়। এক সময় শিক্ষা ছিল দানের বিষয় এখন শিক্ষা হলো ক্রয়-বিক্রয়ের পন্য। একথা মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদন্ড।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here