জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর বার্ষিক মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত

0
49
728×90 Banner

গাজীপুর প্রতিনিধি: জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর বার্ষিক মিলন মেলা ও গাজীপুর জেলা কমিটি ঘোষণা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০ টায় কালিয়াকৈর সোহাগপল্লী রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে,জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম এর সার্বিক তত্বাবধানে,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানবাধিকার সম্মিলিত জোট এর চেয়ারম্যান অধ্যাপক ড.মু.নজরুল ইসলাম তামিজী। জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল শেখ মেহেদী আরমান জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি ড.শোহেব রিয়াজ আলম।

এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
মিলন মেলা শেষে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম আগামী ২ বছরের জন্য জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ গাজীপুর জেলা কমিটির ঘোষনা করেন। এতে গাজীপুর কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রোলস এর চেয়ারম্যান ও গাজীপুর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি মোঃ জহিরুল ইসলাম সরকার কে সভাপতি ও গ্যালাক্সি জুয়েল আহমেদ কে সাধারণ সম্পাদক করে সহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়ে সারাদেশের নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন। এর পরই শুরু হয় আনন্দ উৎসব,ডাকঢোল বাজিয়ে ও ফুলের মালা দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটি।
দেশ বরেণ্য কবি-সাহিত্যিক ও ব্যবসায়ী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here