

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর টঙ্গীতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টঙ্গী আঞ্চলিক বিপণন কেন্দ্র এর উদ্যোগে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী ) দুপুর থেকে জোবিঅ-টংগীর আওতাধীন বিভিন্ন এলাকায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা খান এর নের্তৃত্বে তিতাস এর গ্রাহক নয় এমন ৪ টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের কারনে ব্লুবেরি কালার টেক্স লি: নামের একটি সুতার কারখানা থেকে নগদ এক লক্ষ টাকা জড়িমানা আদায় করা হয়। এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (টঙ্গী জোন) প্রকৌশলী মিজবা-উর-রহমান বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা খান এর নের্তৃত্বে গাজীপুর (জোবিঅ-টঙ্গী) এর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট অভিযানে, টঙ্গী আউচপাড়া এরশাদ নগর বাস স্ট্যান্ড সংলগ্ন এক্স এডিশন ওয়াশিং নামক ওয়াশিং কারখানায় ৩ টি ড্রায়ার ও একটি বয়লার এ গ্যাস ব্যবহার পরিলক্ষিত হাওয়ায় অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয় ও উৎস পয়েন্ট থেকে কিল করা হয়। কারখানার মালিক ও শ্রমিক পালিয়ে যাওয়ার কারনে কোন প্রকার জরিমানা আদায় করা সম্ভব হয়নি। টঙ্গী পাগার ৪৪নং ওয়ার্ড আলেকটেক, ঢাকা ডাইং রোডে ব্লুবেরি কালার টেক্স লি: নামের একটি সুতার কারখানায় অভিযান পরিচালনা করার সময় ২ টি ড্রায়ার ও ১ টি বয়লার এ অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করা সহ উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত কারখানাটির মালিককে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি উপ-ব্যবস্থাপক (গাজীপুর) গোলাম রব্বানী, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টঙ্গী জোন) উপসহকারী প্রকৌশলী নাঈম হাসান, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন, তিতাস গ্যাস অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীববৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।
